টেক-নিউজ

এবার ভারতের বাজারে ইলেকট্রিক স্মার্ট টুথব্রাশ, দাঁত মাজবে অটোমেটিক

এই টুথব্রাশের ভেতরে থাকা সনিক মোটর মিনিটে কাঁপতে পারে ৩৪ হাজার বার।

Bengal Live টেক নিউজঃ ৯০ দিনের ব্যাটারি ব্যাকআপ, উচ্চ ফ্রিকোয়েন্সির সনিক মোটর, অ্যান্টি-ব্যাকটিরিয়াল ব্রিস্টল। সঙ্গে চারটি ভিন্ন ক্লিনিং মোড নিয়ে ভারতে এল Realme-র স্মার্ট টুথ ব্রাশ Realme M1 Sonic Electric Toothbrush।

ভারতের বাজারে ১০ সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে মিলছে এই স্মার্ট টুথব্রাশ। দাম ১ হাজার ৯৯৯ টাকা। ফ্লিপকার্ট এবং Realme.com থেকে সংগ্রহ করা যাবে এই প্রোডাক্ট।

MI লঞ্চ করছে স্মার্ট ব্যাণ্ড-৫, জানা যাবে হার্ট থেকে আবহাওয়ার খবর

 বিশেষ কী আছে এই টুথব্রাশে ? 

★ ৯৯.৯৯ শতাংশ ব্যাকটেরিয়া বিরোধী ক্ষমতা রয়েছে এই টুথব্রাশের। এমনটাই দাবি সংস্থার।

★ মিনিটে ৩৪ হাজার বার মোটরটি কাঁপলেও খুব বেশি শব্দ হয় না।

★ ১০ ডিগ্রি সুইং হওয়ার ফলে মাড়ির কোণের দিকেও পরিষ্কার করতে সক্ষম।

★ সাড়ে ৪ ঘণ্টা লাগে সম্পূর্ণ চার্জ হতে। চলতে পারে ৯০ দিন। ৫ মিনিট চার্জ করলেই চলবে ২ দিন, এমনটাই দাবি সংস্থার।

★ দাঁতের প্রকার অনুযায়ী পরিবর্তন করা যাবে মোড। মিলবে নীল ও সাদা দুই রঙে।

Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button