উদ্ধার প্রচুর পরিমাণ মাদক, মালদা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের ছক ?
ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় হানা দিয়ে উদ্ধার প্রচুর পরিমাণ মাদক। বাংলাদেশে পাচারের ছক ছিল বলে প্রাথমিক ভাবে জানতে পারছে পুলিশ।
Bengal Live মালদাঃ গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা এবং ফেনসিডিল সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। বুধবার রাত আটটা নাগাদ গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ ভারত-বাংলাদেশ সীমান্ত নওদাপাড়া গ্রামে বিকাশ মন্ডলের(২৭) বাড়িতে হানা দিয়ে মোট ২৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও আড়াইশো বোতল ফেনসিডিল উদ্ধার করে।
উদ্ধার হওয়া মাদক অসাধু কয়েকজন ব্যবসায়ী বিকাশ মন্ডলের বাড়িতে মজুদ করেছিল বলে অভিযোগ। বিএসএফের চোখের আড়ালে গভীর রাতে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে এই গাঁজা এবং ফেনসিডিল মজুত করা হয়েছিল বলে জানা গিয়েছে।
গোলাপগঞ্জ ফাঁড়ির ওসি রামচন্দ্র সাহার নেতৃত্বে পাচারকারিদের পরিকল্পনা বানচাল হয়ে যায়। গাঁজা এবং ফেন্সিডিল সহ বিকাশ মণ্ডলকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। উদ্ধার হওয়া গাঁজা এবং ফেনসিডিলের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। ধৃতকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে তোলা হবে।