হাথরসের ঘটনার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল
কৃষিবিল ও উত্তর প্রদেশের হাথরসের ঘটনার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল শহরজুড়ে। কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে সরব বিধায়ক।
গোষ্ঠী রাজনীতির অভিযোগ তুলে দায়িত্ব ছাড়লেন তৃণমূল বিধায়ক
Bengal Live মালদাঃ মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরপ্রদেশে তরুণীকে গণধর্ষণ করে খুনের প্রতিবাদ এবং কেন্দ্রীয় কৃষি বিলের বিরোধিতা করে মালদা শহরে বিক্ষোভ মিছিল তৃণমূল কংগ্রেসের। শনিবার বিকেল তিনটে নাগাদ ইংরেজবাজারের বিধায়ক নিহার রঞ্জন ঘোষের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
গেরুয়া শিবিরে ভাঙন, হাথরসের ক্ষোভে উত্তর দিনাজপুরে দল ছাড়লেন বিজেপি নেতা
মিছিল শুরু হয় মালদা শহরের রাজমহল রোড রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে। হাতে দলীয় ঝান্ডা নিয়ে মিছিলে অংশ নেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাপ্পা চক্রবর্তী, মহিলা নেত্রী গায়ত্রী ঘোষ সহ অন্যান্য নেতা- কর্মীরা। বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা- কর্মীরা শহর পরিক্রমা করেন।