রাজ্য

বিদ্যালয়ের শৌচালয় থেকে উদ্ধার বিশালাকার কিং কোবরা

কীভাবে বনদপ্তরের চোখের সামনে নিজেকে সর্প প্রেমী দাবি করে কিছু কিছু মানুষ কিং কোবরা সাপ ধরার সাহস দেখাচ্ছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সরকারি আধিকারিককে জলে নামালেন কর্ণজোড়ার জলবন্দী মানুষরা

Bengal Live জলপাইগুড়িঃ বিদ্যালয়ের শৌচালয় থেকে বিশালাকার কিং কোবরা উদ্ধার হল। মেটেলি ব্লকের লাটাগুড়ি এলাকা থেকে ১৩ ফুট লম্বা কিং কোবরাটি উদ্ধার হয় শুক্রবার। লাটাগুড়ি বনাঞ্চল সংলগ্ন ছাওয়াফেলি জুনিয়র স্কুলের শৌচালয়ে কিং কোবরাটিকে দেখতে পান এলাকার বাসিন্দারা।

বদলি হওয়া চিকিৎসককে আটকাতে তির-ধনুক নিয়ে সটান হাসপাতালে আদিবাসীরা

খবর দেওয়া হয় চালসার সর্পপ্রেমী যুবক দিবস রাইকে। তিনি এসে প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় কিং কোবরাটি উদ্ধার করেন। তবে যেভাবে কিং কোবরা সাপটিকে উদ্ধার করতে দেখা যায় যুবককে, তাতে স্বাভাবিকভাবে তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কোনও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চটি পড়ে খালিহাতে শুধু একটি স্টিক নিয়ে কিং কোবরাটি ধরতে দেখা যায় ওই যুবককে। সাপ উদ্ধার দেখতে এদিন প্রচুর মানুষ সেখানে ভিড় জমিয়েছিলেন। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন সর্প বিশেষজ্ঞরা। কীভাবে বনদপ্তরের চোখের সামনে নিজেকে সর্পপ্রেমী দাবি করে কিছু কিছু মানুষ কিং কোবরা সাপ ধরতে সাহস দেখাচ্ছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নিজের যত্ন নিন: সন্তানকে বড় হতে দিন।

Related News

Back to top button