দুর্ঘটনাগ্রস্থ পুলিশ ভ্যান, মৃত তিন, আহত ৭
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিন সিভিক ভলান্টিয়ার কর্মীর৷ বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটে মালদায়।
আধুনিক জীবনযাত্রা থেকে বঞ্চিত বালুরঘাটের মানুষ! দাবি অশোক লাহিড়ীর
Bengal Live মালদাঃ গভীর রাতের তল্লাশি চালিয়ে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত একটি পুলিশ গাড়ি। দুর্ঘটনায় মৃত ৩ আহত ৭ । গতকাল রাত ১ টা নাগাদ কালিয়াচক থানার জালালপুর ডাঙ্গা এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মারে পুলিশের গাড়িটি। দুর্ঘটনায় ৩ জন সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে বলে খবর। বাকিদের চিকিৎসা চলছে মালদা শহরের একটি বেসরকারি নার্সিংহোমে। এর মধ্যে ১জনকে কলকাতা রেফার করা হয়েছে।
মোদীর ছবিতে গোবর লেপে দেওয়ার অভিযোগ কোচবিহারে, বালুরঘাটে ছেঁড়া হলো প্রার্থীর পোস্টার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সিভিক ভলেন্টিয়ারদের নাম, পঙ্কজ মণ্ডল, ওবায়দুল শেখ এবং রাজা শেখ। বাড়ি কালিয়াচক এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ওয়ারেন্ট আসামিদের ধরতে ৪ টি পুলিশ গাড়ি থানা থেকে যায়। ৩টি গাড়ি পার হয়ে যাওয়ার পর শেষের গাড়িটি ৩৪ নম্বর জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মারে। জানা গিয়েছে, ওই গাড়িটিতে ২ মহিলা, চালক সহ মোট ১০ জন সিভিক ভলেন্টিয়ার ছিলেন। দুর্ঘটনায় মৃত তিন জনের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। শোকের ছায়া নেমে এসেছে মালদা জেলা পুলিশ মহলে।