রাজ্য

লক্ষ্মীর ভাণ্ডার-এর ফর্ম জমা নিচ্ছেন স্বয়ং দেবী লক্ষ্মী

সিংহাসন জুড়ে বসে রয়েছেন শাড়ী, গহনায় সুসজ্জিতা দেবী লক্ষ্মী, সারিবদ্ধভাবে মহিলারা এসে তাঁর হাতে তুলে দিচ্ছেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম।

 

Bengal Live ডেস্কঃ মর্ত্যধামের গৃহলক্ষ্মীদের এর ফর্ম জমা নিচ্ছেন স্বয়ং ‘স্বর্গের দেবী লক্ষ্মী’। বিধাননগরের দত্তাবাদে ‘দুয়ারে সরকার’ এর ক্যাম্পে গেলে চোখে পড়বে এমনই দৃশ্য। সেখানে সিংহাসন জুড়ে শাড়ী গহনায় সুসজ্জিতা হয়ে বসে রয়েছেন লক্ষ্মী দেবী, সারিবদ্ধভাবে মহিলারা এসে তাঁর হাতে তুলে দিচ্ছেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম।

রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প । মূলত মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী তাদের মাসিক ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। ওয়ার্ড ভিত্তিক ‘দুয়ারে সরকার’ এর ক্যাম্প থেকেই মিলছে এই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম।  আর সেই ফর্ম বিধাননগরের দত্তাবাদে নিজের হাতে জমা নিচ্ছেন দেবী লক্ষ্মী!

রাজার শহরে ছুটবে দোতলা বাস, সেপ্টেম্বর থেকেই চালু পরিষষেবা

‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পটিকে আরও আকর্ষণীয় করে তুলতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছেন দত্তাবাদের তৃণমূলের ওয়ার্ড কো অর্ডিনেটর। তাঁর পরিকল্পনা মতোই ওই ওয়ার্ডের ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে একজন মহিলাকে বসানো হয়েছে লক্ষ্মী সাজিয়ে। আর তার হাতেই আগত মহিলারা অত্যন্ত উৎসাহের সাথে প্রকল্পের ফর্ম পূরণ করে তুলে দিচ্ছেন। শুধু ফর্ম জমা করতেই নয়, মঙ্গলবার দত্তাবাদের এই ক্যাম্পের দ্বিতীয় দিনে এমন চমকপ্রদ ঘটনা স্রেফ দেখার জন্যও ভিড় করেছিলেন অনেকে।

প্রায় আড়াই ঘণ্টা পর অবরোধ তুললেন বাসিন্দারা

প্রসঙ্গত, চলতি মাসের ১৬ তারিখ থেকেই চালু হয়ে গেছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। এই প্রকল্পে ২৫ থেকে ৬০ বছরের সংরক্ষিত শ্রেণীর মহিলারা মাসে ১০০০ টাকা করে পাবেন এবং সংরক্ষণের আওতার বাইরে থাকা মহিলারা পাবেন ৫০০ টাকা । তার জন্য ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা করতে হবে। প্রতিটি ফর্মে থাকবে নির্দিষ্ট একটি নম্বর, যার সাথে আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে। এর মাধ্যমেই সরাসরি টাকা জমা পড়বে ব্যাঙ্কের অ্যাকাউন্টে। রাজ্য সরকার সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যজুড়ে ‘লক্ষ্মীর ভাণ্ডার’  প্রকল্প ভালোরকম সাড়া ফেলে দিয়েছে। গত ২৮ অগাস্ট পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পেতে ফর্ম জমা দিয়েছেন প্রায় ৯৪.৩০ লক্ষ মহিলা।

Back to top button