মহরমের জৌলুসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের, আহত ১০
মহরম উপলক্ষে বের হওয়া মিছিলে তড়িদাহত হয়ে মৃত্যু হলো এক যুবকের। আহত আরও অনেকেই।
Bengal Live মালদাঃ মহরম উপলক্ষে জৌলুস নিয়ে বেড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার মিলকি আটগামা এলাকায়। ঘটনায় আহত প্রায় ১০ জন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
গায়ে খাকি উর্দি, গলায় শ্রীখোল, গাইছেন দেশাত্মবোধক গান; সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুলিশকর্মী
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে মহরম উপলক্ষে মিলকি আটগামা এলাকায় জৌলুস বের হয়েছিল। ঠিক সেই সময় হাইভোল্টেজ তারের সাথে জৌলুসের কিছু অংশ ঠেকে যায়। ঘটনায় তড়িদাহত মৃত্যু হয় এক যুবকের। মৃত ওই যুবকের নাম মহঃ হাসিন।আহত হন প্রায় ১০ জন। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তর করার পরামর্শ দেয় চিকিৎসকরা। জানা গিয়েছে, নার্সিংহোমে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় এক যুবকের।