রাজ্য

কেন্দ্রের নতুন কৃষি বিলের বিরোধীতায় আন্দোলনে যুব তৃণমূল

গান্ধী মূর্তির পাদদেশে মঙ্গলবার সকাল থেকে অবস্থান বিক্ষোভ যুব তৃণমূল কংগ্রেসের। বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে অবস্থান।

Bengal Live মালদাঃ কৃষি বিলের প্রতিবাদে গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও আন্দোলনে নামলো তৃণমূল যুব কংগ্রেস। মঙ্গলবার সকালে বৃষ্টিকে উপেক্ষা করেই মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে কেন্দ্রীয় সরকারের গৃহিত কৃষি বিলের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা। নেতৃত্ব দেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস।

দূরপাল্লার বাসে ডাকাতি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে যাত্রীদের টাকা-পয়সা লুঠ

এদিনের অবস্থান-বিক্ষোভে ইংরেজবাজার সহ মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা উপস্থিত হয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন। এদিন তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা অভিনব কায়দায় চাষের বিভিন্ন সামগ্রী নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন। এই বিষয়ে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস জানান, কৃষক বিরোধী এই বিলের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো এই আন্দোলনে সামিল হন তারা।

Related News

Back to top button