রাজ্য

মালদায় উলট পুরাণ, মিম ছেড়ে তৃণমূলে যোগ একাধিক নেতৃত্বের

মিম থেকে তৃণমূলে যোগ ১৫ নেতার। তৃণমূল নেত্রীর সভার আগেই যোগদান মালদায়। খেলা কি ঘুরছে ?

 

Bengal Live মালদাঃ মালদায় মুখ্যমন্ত্রীর সভার কয়েক ঘণ্টা আগে মিম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল মালদা জেলার দশটি ব্লকের ১৫ জন নেতৃত্ব। বিজেপিকে রুখতে মিম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, এমনটাই দাবি করেছেন মিমের প্রাক্তন জেলা নেতা সাবির আহমেদ।

মঙ্গলবার দুপুরে মালদা টাউন হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে মিম ছেড়ে আসা দলত্যাগীদের হাতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সভানেত্রী মৌসম নুর, কো-অর্ডিনেটর দুলাল সরকার, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস, তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মুশাররফ হোসেন সহ অন্যান্য নেতৃত্ব।

তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মৌসুম নূর বলেন, মিম ছেড়ে জেলার দশটি ব্লক থেকে নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় সংগঠনের শক্তি বৃদ্ধি পাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তাঁরা মিম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানান তিনি।

Related News

Back to top button