বিজেপি নেত্রীর বাড়িতে বোমাবাজির অভিযোগ
গভীর রাতে মহিলা বিজেপি নেত্রীর ড়িতে বোমাবাজি। ঘটনাটি ঘটেছে বক্সিরহাটের ঘোনাপাড়া এলাকায়। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
Bengal Live কোচবিহারঃ বক্সিরহাটের মহিলা বিজেপি কর্মী রিতা অধিকারীর বাড়িতে রাতে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জানা গিয়েছে, গতকাল রাত ১২ টা নাগাদ এই বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি করে তৃণমূল কংগ্রেস কর্মীরা৷ ঘটনার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস মহিষ কুচি অঞ্চল কমিটির সহ সভাপতি একরামুল হক ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বক্সিরহাটের ঘোনাপাড়া এলাকায়। খবর পেয়ে রাতারাতি ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। এরপর বিজেপি নেত্রীর বাড়ি থেকে বোমার নমুনা সংগ্রহ করে বক্সিরহাট থানার পুলিশ।
আক্রান্ত বিজেপি নেত্রী রিতা অধিকারী জানান, “ তিনি তুফানগঞ্জ বিধানসভার ৩৩ নম্বর মন্ডল কমিটির সভানেত্রী৷ বিধানসভা নির্বাচনে দলের প্রচারে প্রথম সারিতে থাকছেন তিনি। তাই তৃণমূল কংগ্রেসের হামলার মুখে পরেছেন। তিনি আরও বলেন, পরিবার নিয়ে আতঙ্কে আছেন তিনি৷ পুলিশকে অভিযোগ জানিয়েছেন৷
এদিকে বিজেপির ৩৩ নং মন্ডল সহ সভাপতি গৌতম দাস বলেন, “ গতরাতে ১২ টা নাগাদ বিজিপির সক্রিয় সভানেত্রী, রিতা অধিকারী বাড়িতে বোমাবাজি করে এলাকায় উত্তপ্ত করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস।” তবে এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের মহিষ কুচি অঞ্চল কমিটির সহ সভাপতি একরামুল হক বলেন, সারা রাজ্য জুড়ে বিজেপির প্রার্থী পছন্দ না হওয়ায় নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ও কার্যালয় ভাঙচুর চলছে। গতকাল রাতের ঘটনাও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল। এরকম নোংরা রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। অন্যদিকে পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ ৷