রাজ্য

ভুয়ো ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজ তৈরী করার অভিযোগ, ধৃত দুই 

জাল ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজ তৈরী করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে শুক্রবার।

 

Bengal Live শিলিগুড়িঃ  ভুয়ো ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজ তৈরী করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। ধৃতরা হলেন বিপ্লব দাস ও শৌভিক ঘোষ। জানা গেছে, ধৃত বিপ্লবের বাড়ি শিলিগুড়ির ৩১নম্বর ওয়ার্ডে এবং শৌভিক মহানন্দা পাড়ার বাসিন্দা। শিলিগুড়ি আদালতের ঠিক উল্টো দিকেই তাদের একটি দোকান রয়েছে।

এদিন এসিপি রাজেন ছেত্রী বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। আর তারপরই হদিশ মেলে জাল ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজ তৈরী করার এই চক্রের।তদন্তে নেমে পুলিশ ধৃতদের কাছ থেকে প্রচুর জাল ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং সেগুলো যে কম্পিউটারে তৈরী হত সেই কম্পিউটার ও প্রিন্টার বাজেয়াপ্ত করেছে । ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে শুক্রবার। এবং আদালতের কাছে তদন্তের স্বার্থে তাদের রিমান্ডের আবেদন করা হবে।

Related News

Back to top button