রাজ্য

মিড ডে মিলের ডালে পোকা ও ফাঙ্গাস, ক্ষুব্ধ অভিভাবকরা

বাচ্চাদের মিড ডে মিলের চালডাল বিলি করার সময় নিম্নমানের ডাল দেওয়া নিয়ে উত্তেজনা ছড়ালো বালুরঘাট সাহেবকাচারী এলাকার এক অঙ্গনওয়াড়ি স্কুলে। যেসব শিশুকে ওই ডাল দেওয়া হয়েছে তা বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ওই কেন্দ্রের সুপারভাইজার।

 

Bengal Live বালুরঘাটঃ  বেশ কিছুদিন যাবত বারবার সামনে এসেছে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠানে নিম্নমানের মিড ডে মিলের সামগ্রী দেওয়ার ঘটনা । এদিন আবারো নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগ উঠলো বালুরঘাট শহরে সাহেবকাচারী এলাকায় এক অঙ্গনওয়াড়ি স্কুলের বিরুদ্ধে।

জানা গেছে, শুক্রবার বালুরঘাটের সাহেবকাচারি এলাকায় একটি সরকারি অঙ্গনওয়াড়ি শিক্ষা কেন্দ্রে বাচ্চাদের মিড ডে মিলের চালডাল বিলি করার সময় নিম্নমানের খাদ্য সামগ্রী দেবার অভিযোগ তোলেন এলাকার বাসিন্দা গৌতম চক্রবর্তী। তাঁর অভিযোগ, যে ডাল বিলি করা হচ্ছে তা বাচ্চাদের খাওয়ার অযোগ্য। এছাড়া তিনি আরো বলেন, সরকারি তরফে এমন ডাল দিতে পারেনা যদি না এই ডাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকারা ব্যক্তিগতভাবে নিয়ে থাকেন। অভিযোগকারী গৌতম বাবু এই বিষয়ে সুপারভাইজার এর কাছে মৌখিক অভিযোগ করেছেন বলেও জানা গেছে।

দুটি কিডনি বিকল, জীবন ভিক্ষার কাতর আর্জি কালিয়াগঞ্জের অচিন্ত্য বিশ্বাসের

স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, স্কুলে বন্ধ অবস্থায় দীর্ঘ চার মাস ধরে ওই ডালটি পড়েছিল তার ফলেই ডালে পোকা এবং ফাঙ্গাস জাতীয় এই সমস্ত জিনিস দেখা দিয়েছে। সুপারভাইজার জানান, এই বিষয়ে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার শংকরি হালদার সাহা জানান, আমি এই বিষয়টি জানতাম না ।আমি এই বিষয়টি পুরোপুরি ভাবে খতিয়ে দেখছি ডালটি কবেকার আনা। এবং অভিযোগকারী ব্যক্তি লিখিতভাবে অভিযোগ করার পরেই সমস্ত তথ্য তাকে দেওয়া হবে। পাশাপাশি তিনি এও জানান, নষ্ট হওয়া ওইসব ডাল যেসব শিশুর বাড়িতে দেওয়া হয়েছে সেইসব শিশুকে তার পরিবর্তে ভালো ডাল দেওয়া হবে।

ভারতে তিন বছরে আত্মঘাতী ২৪ হাজার ৫৬৮ জন শিশু! কারণ কী? জানালো NCRB

Related News

Back to top button