পুলিশের সরকারি আবাসন থেকে লক্ষাধিক টাকা সহ সোনার অলঙ্কার চুরির অভিযোগ

পুলিশের সরকারি আবাসন থেকে নগদ লক্ষাধিক টাকা সহ সোনার অলঙ্কার চুরি। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
Bengal Live মালদাঃ পুলিশকর্মীর সরকারি আবাসনে চুরির ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মালদা শহরের পুলিশ লাইন সংলগ্ন সরকারি আবাসন এলাকায়। নগদ লক্ষাধিক টাকা সহ প্রায় ১২ ভরি সোনার অলঙ্কার নিয়ে চম্পট দুস্কৃতিদের। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
চাকরির টোপ দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার দুই
জানা গেছে পুলিশ কর্মীর নাম রামকিংকর মণ্ডল জেলা হোমগার্ড বিভাগের এএসআই পদে কর্মরত। মালদার পুলিশ লাইন সংলগ্ন সরকারি আবাসনে বাস করেন তিনি। ১৫ জুলাই স্ত্রী অর্চনা মণ্ডল ও তিন মেয়েকে নিয়ে মোথাবাড়ি থানার কৃষ্ণপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। শনিবার সকালে ফিরে এসে আবাসনের দরজার তালা ঠিক থাকলেও জানালার গ্রিল ভাঙা অবস্থায় দেখেন তিনি। ভাঙা অবস্থাতেই ছিলো ঘরের আলমারি ও তার লকার। নগদ লক্ষাধিক টাকা সহ প্রায় ১২ ভরি সোনার অলঙ্কার খোয়া গিয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অমিতকুমার সাউ। যদিও এবিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি। পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।