রাজ্য
আবারও বড়সড় ধস নামল পাহাড়ে, যোগাযোগ বিচ্ছিন্ন সিকিমের সাথে
লাগাতার বৃষ্টি চলছেই পাহাড়ে৷ যার ফলে বিভিন্ন জায়গায় বারংবার ধস নামছে পাহাড়ে।
Bengal Live শিলিগুড়িঃ বিগত কয়েকদিনে এই নিয়ে তিনবার ধস নামল কালিম্পং জেলার ২৯ মাইলে। ১০ নম্বর জাতীয় সড়কে বারংবার ধসের জেরে কার্যত বিপর্যস্ত ওই এলাকার জনজীবন। বন্ধ হয়ে গিয়েছে সিকিমের সাথে যোগাযোগ ব্যবস্থা। আটকে রয়েছে পর্যটকদের গাড়ি।
জানা গেছে, গতকাল রাতে ওই এলাকায় ফের ধস নামে। ধসে প্রাণহানী না হলেও ক্ষতির মুখে পড়েছে বেশ কয়েকটি গাড়ি। ইতিমধ্যেই ধস সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। তবে এবার বেশ কিছুটা সময় লাগবে বলেই মনে করছে প্রশাসন। ধস সরানোর কাজে হাত লাগিয়েছে বিআরও।