ভোটের মুখে আন্দোলনের হুঁশিয়ারি আশা কর্মীদের
বিধানসভা নির্বাচনের মুখে এবার বেতন বৃদ্ধির দাবিতে সরব আশা কর্মীরা। দাবি পুরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি৷
Bengal Live বালুরঘাটঃ বেতন বৃদ্ধি ও সরকারি সুযোগ-সুবিধার দাবিতে জোরালো হচ্ছে আশা কর্মীদের আন্দোলন। কোভিড আক্রান্তদের বিশেষ সুবিধার দাবিতে বিক্ষোভ মিছিল বালুরঘাটে।
মঙ্গলবার বালুরঘাট শহরে মিছিল করে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যারা। মূলতঃ, বেতন বৃদ্ধি, কোভিড আক্রান্তদের এক লক্ষ টাকা, ইপিএফ সহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার দাবিতে এদিন বিক্ষোভ দেখান তাঁরা।
পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এর রাজ্য কমিটির সদস্যা নমিতা মোহন্ত জানান, আশা কর্মীদের সরকারি স্বীকৃতির দাবিতে আমাদের আন্দোলন। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আশা কর্মীদের 21000 টাকা বেতন, ইপিএফ সহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধার দাবিতে এদিন জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয়। আমাদের দাবি পূরণ না হলে আগামীদিনে আমরা আরও বড় আন্দোলনে নামবো।