রাজ্য

অসুস্থ অশোক ভট্টাচার্য

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। বুকে সংক্রমণের রয়েছে বলে সূত্রের খবর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।

Bengal Live শিলিগুড়িঃ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে বলে জানা গেছে। সূত্রের খবর, কয়েকদিন থেকে সর্দি-জ্বরে ভুগছিলেন অশোক ভট্টাচার্য। চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতেই ছিলেন তিনি। তাঁর করোনা রিপোর্টও নেগেটিভ আসে। তবে জ্বর না কমার জন্য এদিন চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন অশোক ভট্টাচার্য।

উল্লেখ্য, কিছু মাস আগেই বুকে সংক্রমণের কারণে অসুস্থ হয়েছিলেন অশোক ভট্টাচার্য। কলকাতায় অস্ত্রপচার হয় তাঁর। এরপর বেশকিছু দিন বিশ্রাম নেওয়ার পর ফের কাজে যোগদান করেন তিনি। করোনা আবহেও সামনের সাড়িতে দাঁড়িয়ে লড়াই করতে দেখা গিয়েছে তাঁকে।

শিলিগুড়ি পুর কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কোওর্ডিনেটর তথা কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের সদস্য শঙ্কর ঘোষ বলেন, কয়েকদিন থেকেই জ্বরে ভুগছিলেন। তাঁর কোভিড ১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে। তারপরও জ্বর না কমায় এদিন চিকিৎসকদের নজরদারিতে রাখার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিপিএম দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার জানিয়েছেন, গত সপ্তাহ থেকে অশোক ভট্টাচার্যের জ্বর হচ্ছিলো।ডাঃ শেখর চক্রবর্তী চিকিৎসা করছেন।কোভিড টেষ্ট করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।কিন্তু সামান্য জ্বর ছিলোই।।আজ আবার ডাক্তার দেখানো হয়।কয়েকটি টেষ্ট করার পর chest infection /Pneumonia অনুমান করে উপযুক্ত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুনরায় কোভিড টেষ্ট করা হয়েছে। বিধায়ক অশোক ভট্টাচার্য দ্রুত সুস্থ ফের কাজে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন জীবেশ সরকার।

Related News

Back to top button