দায়িত্ব নিলেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদে নতুন চেয়ারম্যান
পঞ্চাশোর্ধ বাসন্তিদেবী গাজোল ব্লকের হাতিমারি হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা।দীর্ঘদিন ধরে শূন্য থাকার পর মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন তিনি।
Bengal Live মালদাঃ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে থাকার পর মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন বাসন্তী বর্মন। সোমবার সকালে মালদা শহরের অতুলচন্দ্র মার্কেট এলাকায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসে নতুন চেয়ারম্যান পদে যোগ দেন তিনি।
সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সংসদ অফিসে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের ডি আই সত্যজিৎ মন্ডল, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল, যুব তৃণমূলের জেলা সভাপতি চন্দনা সরকার, ইংরেজবাজার পৌরসভার প্রশাসক সুমালা আগরওয়ালা সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বাসন্তী দেবীর হাতে ডিআই সত্যজিৎ মন্ডল প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের দায়িত্বভার তুলে দেন এবং দপ্তরের আধিকারিক সহ তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা ফুলের তোড়া দিয়ে নবনিযুক্ত চেয়ারম্যানের প্রতি সম্বর্ধনা জ্ঞাপন করেন ।
‘বিগ বস’ ১৫ এর সঞ্চালনার দায়িত্বে সলমন, পারিশ্রমিক শুনলে চোখ উঠবে কপালে
প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চাশোর্ধ বাসন্তিদেবী রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা। তিনি বর্তমানে গাজোল ব্লকের হাতিমারি হাইস্কুলে কর্মরত রয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদে যোগ দিয়ে বাসন্তী দেবী জানিয়েছেন, নতুন পদের দায়িত্ব পেয়ে তিনি খুশি, তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার,চাঞ্চল্য রায়গঞ্জ পুর বাস স্ট্যান্ডে