রাজ্য

কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচন নিয়ে জোরদার প্রচারে বিজেপি,কংগ্রেস, তৃণমূল

বাজারে তৃণমূল। পাড়ায় পাড়ায় কংগ্রেস। গ্রাম চষছে বিজেপি। প্রধান তিন প্রতিপক্ষের জোরদার প্রচার কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে।

Bengal Live কালিয়াগঞ্জঃ কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচন নিয়ে জোরদার প্রচারে নেমেছে কংগ্রেস, বিজেপি ও তৃণমূল কংগ্রেস। শহর থেকে গ্রাম, প্রত্যন্ত এলাকায় প্রচারে ঝড় তুলছেন তিন প্রধান প্রতিপক্ষ। রবিবার দিনভর নিজের পাড়ায় নির্বাচনী প্রচার করেছেন কংগ্রেস প্রার্থী ধীতশ্রী রায়। দলীয় পতাকা সাথে না নিয়ে পাড়া প্রতিবেশিদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালিয়েছেন তিনি। সোমবার কালিয়াগঞ্জ শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে নির্বাচনী প্রচারে সামিল হন ধীতশ্রী রায়। কংগ্রেস নেতা কর্মীদের পাশাপাশি বাম নেতা কর্মীদেরও এদিন প্রচারে সামিল হতে দেখা যায়।

এদিকে বাজারে পৌঁছে ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের সাথে জনসংযোগে ব্যস্ত থাকতে দেখা যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহকে। কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির জেরে মানুষ বিভ্রান্ত ও আতঙ্কিত। দিশেহারা মানুষ তাই উন্নয়নকে হাতিয়ার করেই এগিয়ে যাবেন।

প্রচারে পিছিয়ে নেই বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকারও। দলীয় নেতা ও কর্মী সমর্থকদের নিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে প্রচার চালাচ্ছেন তিনি। ঋষিপুর, মনোহরপুর, বসমন পাড়া, গুয়ালগাঁও, সাকধুয়া সহ একাধিক গ্রামে প্রচার চালাচ্ছেন তিনি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সার্বিক উন্নয়নকে সামনে রেখে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন বিজেপি প্রার্থী কমল সরকার।

Related News

Back to top button