রাজ্য

মালদা জেলা পরিষদ দখল করল বিজেপি, দাবি শুভেন্দুর, হাওয়া কি তবে ঘুরছে ?

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় ভাঙন তৃণমূল কংগ্রেস। মালদা জেলা পরিষদ দখল করল বিজেপি, দাবি শুভেন্দুর।

 

Bengal Live ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলায় বড়সড় ভাঙনের ফলে তছনছ তৃণমূল। একঝাঁক বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতা যোগ দিলেন বিজেপিতে। দলবদলের জেরে ধাক্কা খেল মালদা জেলা পরিষদও। বিজেপির দাবি, ১৪ জন জেলা পরিষদ সদস্য এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। যোগ দিয়েছেন সরলা মুর্মু, অম্লান ভাদুড়ী সহ আরও অনেকে। যোগ দিয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল সহ জেলা পরিষদের ১৪ জন সদস্য। এর ফলে ৩৮ আসনের জেলা পরিষদের ২৩টি আসন বিজেপির দখলে এল। সঙ্গে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতিও এসেছে বিজেপির দখলে।

এদিকে একইসাথে সোমবার তৃণমূল কংগ্রেসের চার বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। সিঙ্গুরের বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, জটু লাহিড়ী, সোনালি গুহ, দীপেন্দু বিশ্বাস এদিন বিজেপিতে যোগ দিলেন। বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও।

Related News

Back to top button