মালদায় এসে পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা
মালদা শহরে আজ গেরুয়া রঙের ঢেউ। গোটা শহর সাজানো হয়েছে পদ্ম পতাকায়। রোড শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
Bengal Live মালদাঃ দলীয় কর্মসূচিতে যোগ দিতে মালদা এসে পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সাড়ে ১১ টায় মালদা এয়ারপোর্টে নামল জেপি নাড্ডার হেলিকপ্টার।
প্রথমে তিনি যাবেন ম্যাঙ্গো ইন্সটিটিউট রিসার্চ সেন্টারে। সেখান থেকে পুরাতন মালদায় যাবেন তিনি। সেখানে কৃষকদের সঙ্গে দুপুরের আহার করার কথা তাঁর। এরপর তার নেতৃত্বে মালদা শহরের পোষ্ট অফিস মোড় থেকে শুরু হবে রোড শো।
শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে সেজে উঠেছে মালদা। শহরজুড়ে বাতাসে উড়ছে গেরুয়া পতাকা। এদিন সকাল থেকে মালদা শহরের পোস্ট অফিস মোড় সহ বিভিন্ন এলাকাকে সাজিয়ে তোলা হয় বিজেপির পক্ষ থেকে। রোড শো এবং সভার জন্য জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মালদা শহরের ব্যস্ততম এলাকা পোস্ট অফিস মোড়।