রাজ্য

শনিবার মালদায় আসছেন জেপি নাড্ডা

পাখির চোখ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আগামী সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী। দুই দিনাজপুর ও মালদায় সভা করার কথা তাঁর। আর তার আগেই মালদায় আসছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

 

Bengal Live মালদাঃ শনিবার মালদা সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দলীয় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি গোবিন্দ মন্ডল জানান, শনিবার মালদায় আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সকাল ১০.৫০ নাগাদ হেলিকপ্টারে চেপে মালদায় এসে পৌঁছাবেন তিনি। শহরের আম বাজার এলাকায় কেন্দ্রীয় কৃষি বিদ্যালয় পরিদর্শন করবেন তিনি।

এরপর পুরাতন মালদার তাঁতিপাড়া ময়দানে কৃষকদের নিয়ে এক সভায় যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সভাশেষে মালদা শহরের রাজপথে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেবেন তিনি। শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে। কয়েক হাজার দলীয়কর্মী অংশ নেবেন এই শোভাযাত্রায়।

দলীয় কর্মসূচি শেষ করে শনিবারই ফিরে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

Related News

Back to top button