নর্দমা থেকে উদ্ধার মৃতদেহ
নর্দমা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মালদায়। ঘটনাস্থলে পুলিশ।
Bengal Live মালদাঃ মালদা শহরের কোঠাবাড়ি পুর বাজার সংলগ্ন এলাকায় হাইড্রেন থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। শুক্রবার সকালে ড্রেন পরিষ্কার করার সময় সাফাই কর্মীদের নজরে পড়ে বিষয়টি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
দার্জিলিঙের কোলে জন্ম নিল আরও এক রেড পান্ডা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম, চন্দন দাস (৪৫)। বাড়ি মালদা শহরের কোঠাবাড়ি এলাকায়। গত কয়েকদিন ধরে শহরের সমস্ত নর্দমা পরিষ্কার করার জন্য ড্রেনের মুখগুলি খোলা রয়েছে। শুক্রবার সকালে কোঠাবাড়ি বাজার সংলগ্ন এলাকায় হাইড্রেন থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে ওই এলাকায়।
কীভাবে ওই ব্যক্তির মৃত্যু তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
দীর্ঘ চার বছর গবেষণার পর বীরকন্যা ‘প্রীতিলতা’ এবার বড় পর্দায়