রাজ্য
জলাশয় থেকে উদ্ধার মৃতদেহ, তদন্তে পুলিশ
সোমবার বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে ছিলেন ওই ব্যক্তি। এদিন সকাল পর্যন্ত বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ।
Bengal Live মালদাঃ জলাশয় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। হবিবপুর থানার দেবিনগর গ্ৰামে। পেশায় মৎসজীবী ওই ব্যক্তি জলে ডুবে মারা যায় গিয়েছেন বলে প্রাথমিক অনুমান। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম মানিক চৌধুরী(৪৮)। বাড়ি দেবিনগর গৌড়ামারী এলাকায়।
সোমবার বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে কালিভাসা বিলে যায় ওই মৎস্যজীবী। তবে এদিন সকাল পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন মানিক বাবুর স্ত্রী। এদিন কালিভাসা বিলে পৌঁছতেই স্বামীকে জল ভাসতে দেখেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
কীভাবে ওই মৎস্যজীবীর মৃত্যু তদন্ত শুরু করেছে পুলিশ।