রাজ্য

আলিপুরদুয়ার-কোচবিহার সীমান্তে উদ্ধার তাজা বোমা

বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় উদ্ধার বোমা। রায়গঞ্জের পর এবার আলিপুরদুয়ারেও উদ্ধার হলো বেশ কয়েকটি তাজা বোমা।

খুব সহজেই বাড়ীতে বানিয়ে ফেলুন চিকেন তন্দুরি। জেনে নিন পদ্ধতি

Bengal Live আলিপুরদুয়ারঃ বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় উদ্ধার বোমা। বুধবার রায়গঞ্জ থানা এলাকায় উদ্ধার হয়েছিল বেশ কয়েকটি সকেট বোমা। সি আইডি বোম্ব স্কোয়াড এসে বোমাগুলিকে নিস্ক্রিয় করে। এরপর বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার ও কোচবিহারের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হলো বেশ কয়েকটি সুতলি বোমা।

এদিন নির্বাচনের আগে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কোচবিহার আলিপুরদুয়ার সীমানা আলিপুরদুয়ার বিধানসভার অধীন ধারেয়ার হাট এলাকায়। বৃহস্পতিবার সকালে চাপরের পাড় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ধারেয়ার হাটের মাঠ এলাকা থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি তাজা সুতলি বোমা। এদিন সকালে মাঠে গরু চরাতে গিয়ে স্থানীয় এক বাসিন্দার চোখে পড়ে বোমা গুলি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে আলিপুরদুয়ার থানার পুলিশ। পুলিশ বোমাগুলি উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে।

এই বোমা উদ্ধারের ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি ফেলে রেখেছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

বিধ্বংসী আগুনে জ্বলছে প্লাইউড কারখানা,অসম থেকে এলো দমকল

Related News

Back to top button