রাজ্য

চিনের বিরুদ্ধে বিক্ষোভের আগুন শিলিগুড়ি ও কোচবিহারে, স্লোগান উঠল বয়কট চায়না

চিনের প্রেসিডেন্টের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ কংগ্রেসের। কোচবিহারে চিনা সামগ্রী বয়কটের ডাক স্থানীয়দের।

Bengal Live শিলিগুড়ি ও কোচবিহারঃ “বয়কট চায়না” স্লোগান তুলে চিনের সামগ্রী পুড়িয়ে বিক্ষোভ কোচবিহারে। বুধবার সকালে কোচবিহার শহরের নিউটাউন ক্লাব সংলগ্ন এলাকায় চিনের বিরুদ্ধে এই আন্দোলন সংঘটিত হয়৷ স্থানীয় মানুষরা চিনের সামগ্রীতে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান। লাদাখে চিনের সেনাবাহিনীর হামলায় ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর ঘটনার প্রতিবাদেই “বয়কট চায়না” স্লোগান তুলে বিক্ষোভ দেখানো হল বলে দাবি স্থানীয়দের।

এদিকে বুধবার শিলিগুড়ির বাগডোগরায় কংগ্রেসের পক্ষ থেকে চিনের প্রেসিডেন্টের কুশপুতুল দাহ করা হয়। লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের হামলার ঘটনার প্রতিবাদে রাষ্ট্রপতি জিনপিং এর কুশপুতুল দাহ করেন কংগ্রেস নেতা-কর্মীরা। এদিন চিন সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি প্রতিবাদ মিছিল বের করা হয় কংগ্রেসের পক্ষ থেকে।

Related News

Back to top button