রাজ্য

বিয়ে সাঙ্গ হতেই পাত্রকে পুলিশের হাতে তুলে দিল পাত্রীর পরিবার

বিয়ে সাড়ার পরেই পুলিশ ডাকলো পাত্রীপক্ষ৷ সদ্য জামাইকে তুলে নিয়ে গেল পুলিশ।

 

Bengal Live শিলিগুড়িঃ নেশামুক্তি কেন্দ্র থেকে ছুটি নিয়ে বিবাহ সাড়লো মাদকাসক্ত পাত্র! সেকথা জানা ছিল না পাত্রী পক্ষের। মিথ্যে পরিচয়ে বিয়ে করায় লঙ্কাকাণ্ড শিলিগুড়িতে। মিথ্যা বলায় যুবককে আটক করল পুলিশ।

শিলিগুড়ির ফুলবাড়ির বাসিন্দা এক পাত্রীর সঙ্গে সুভাষপল্লী এলাকার বাসিন্দা শুভম মালাকারের বিয়ে হয় গতকাল। ডাবগ্রামে একটি কালিবাড়িতে বিয়ে হয় তাঁদের। মধ্য শান্তিনগরে পাত্রীর আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানও হয়। পাত্রীপক্ষের অভিযোগ, পাত্রের বাড়ির থেকে বিয়ের কথা চলাকালীন বলা হয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থায় চাকুরী করে পাত্র। মাইনে মাসে ৮৫০০ টাকা। তারপরই এগোয় বিয়ের কথাবার্তা। কিন্তু শুক্রবার বিয়ের পর পাত্রীর পরিবার জানতে পারে, আসলে সবটাই মিথ্যে। শুভম মালাকার নামে ওই পাত্র আদতে নেশাসক্ত। বিয়ের জন্য নেশামুক্তি কেন্দ্র থেকে ছুটি নিয়েছে পাত্র।

এই ঘটনা জানাজানি হতেই শনিবার সকালে উত্তেজনা শুরু হয় এলাকায়। পাত্রীর পরিবারের তরফে আশিঘর পুলিশ ফাঁড়িকে ঘটনার কথা জানানো হলে পুলিশ গিয়ে আটক করে ওই যুববকে। সব মিলিয়ে হুলুস্থুল কান্ড পড়ে গিয়েছে শিলিগুড়ির শান্তিনগরে।

Related News

Back to top button