রাজ্যজুড়ে পেট্রোল পাম্প বন্ধের ডাক

লাগাতার মূল্যবৃদ্ধি সহ দুই দফা দাবিতে রাজ্য জুড়ে পেট্রোল পাম্প বন্ধের ডাক দিল ব্যবসায়ীরা৷
Bengal Live ডেস্কঃ পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবিতে রাজ্যজুড়ে একদিনের জন্য পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। আগামী ৩১ অগাস্ট রাজ্যজুড়ে পেট্রোল পাম্প বন্ধ রাখা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে। শুধুমাত্র জরুরি পরিষেবার জন্য খোলা রাখা হবে কিছু পেট্রোল পাম্প বলে খবর।
আশ্রম থেকে উদ্ধার এক সাধুর ঝুলন্ত মৃতদেহ, তদন্তে পুলিশ
বিগত কয়েকমাসে লাগামছাড়া দাম বৃদ্ধি হয়েছে পেট্রোল-ডিজেলের। বিশ্ব বাজারে তেলের দাম নিম্নমুখী হলেও ১৫ এপ্রিলের পর আর দাম কমেনি পেট্রোল-ডিজেলের। ফলে ব্যাপক সমস্যার মুখে আমজনতা। এই পরিস্থিতিতে কমিশন বৃদ্ধি ও পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কমানোর দাবিতে একদিনের জন্য রাজ্য জুড়ে পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংগঠনের পক্ষ থেকে জানা গিয়েছে, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে অনেক ছোট ও মাঝারি পেট্রোল পাম্প প্রায় বন্ধ হতে বসেছে। এছাড়াও খরচ বাড়লেই কমিশন দীর্ঘদিন থেকে না বাড়ার কারণে চরম সমস্যার মুখে ব্যবসায়ীরাও। ফলে দুই দাবিকে সামনে রেখেই একদিনের জন্য রাজ্য জুড়ে পেট্রোল পাম্প বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন।
I may need your help. I’ve been doing research on gate io recently, and I’ve tried a lot of different things. Later, I read your article, and I think your way of writing has given me some innovative ideas, thank you very much.