রাজ্য

পালিত হলো কোচমহারানী সুনীতি দেবীর জন্মদিবস

নারীশিক্ষা ও সংস্কৃতির অগ্রগতিতে জড়িয়ে রয়েছে তাঁর অবদান। পালন করা হলো মহারানি সুনীতি দেবীর জন্মজয়ন্তী।

 

Bengal Liveঃ কোচবিহারঃ পালিত হল কোচবিহারের মহারানি সুনীতি দেবীর ১৫৭ তম জন্মজয়ন্তী। বৃহস্পতিবার কোচবিহার ব্রাহ্মমন্দিরে পালন করা হয় মহারানীর জন্মদিবস।

১৮৬৪ সালের ৩০ সেপ্টেম্বর ম্বর কলকাতায় জন্মগ্রহন করেন মহারাণী। তিনি ছিলেন কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ন ভূপ বাহাদূরের স্ত্রী। কোচবিহারের শিক্ষা ও সংস্কৃতির প্রসারে মহারাজাদের পাশাপাশি তাঁর গুরুত্ব অপরিসীম। নারীশিক্ষা ও সংস্কৃতির অগ্রগতিতেও রয়েছে তাঁর অবদান। ৩০শে সেপ্টেম্বর কোচবিহারের মহারাণী সুনীতি দেবীর জন্মজয়ন্তী৷ এদিন ব্রাহ্ম মন্দিরের এই অনুষ্ঠানে মহারাণীর মূর্তিতে মাল্যদান করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। মহারাণীর নামে নামকরণ হয়েছে কোচবিহারের রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের৷

Related News

Back to top button