রাজ্য

খাঁচা বন্দি চিতা, স্বস্তিতে চা শ্রমিকরা

বিগত কয়েকদিন থেকেই চা বাগান এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল ওই চিতাবাঘটি। আতঙ্ক ছড়িয়েছিল চা শ্রমিকদের মধ্যে।

Bengal Live আলিপুরদুয়ারঃ ফের খাঁচা বন্দি হল চিতা। স্বস্তির নিশ্বাস ফেলল মাদারিহাট গেরগেন্ডা চা বাগানের শ্রমিক মহল। বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়লো একটি চিতাবাঘ। বৃহস্পতিবার মাদারীহাটের গেরগেন্ডা চা বাগানের ১২ নম্বর সেকশন থেকে খাঁচা বন্দি হয় চিতাবাঘটি।

পরীক্ষা ও ভর্তি ফী কমানোর দাবিতে আন্দোলন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

স্থানীয় সূত্রে খবর, এলাকায় একটি ছাগল খেয়ে নেয় চিতাটি। এছাড়াও কয়েক দিন ধরেই সংশ্লিষ্ট এলাকায় মুরগী, ছাগল,গরুও সাবাড় করছিল ওই চিতা। ফলে ১২ নম্বর সেকশনে খাঁচা পাতার দাবি তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। এদিন বনদপ্তর থেকে খাঁচা পাতে ওই এলাকায়। ওই খাঁচাতেই ধরা পড়ে চিতাটি। এদিকে চিতাবাঘ ধরা পড়ায় স্বস্তিতে গেরগেন্ডা চা বাগানের শ্রমিকরা।

Related News

Back to top button