রাজ্য

উত্তর দিনাজপুর সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী, সভাস্থল কালিয়াগঞ্জ

বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয় পাওয়ার পরেই কালিয়াগঞ্জে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। অবশেষে তাঁর আসার ব্যাপারে সবুজ সঙ্কেত মিলেছে। মার্চের শুরুতেই প্রশাসনিক বৈঠক করতে উত্তর দিনাজপুরে আসতে পারেন মুখ্যমন্ত্রী।

Bengal Live রায়গঞ্জঃ মার্চ মাসের শুরুতেই উত্তর দিনাজপুর জেলা সফরে আসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি প্রকাশ্য সভাও করার কথা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর এই সফরের কথা প্রশাসনিক মহলে জানাজানি হতেই শুরু হয়েছে তোড়জোড়। সভাস্থল পরিদর্শন করলেন উত্তর দিনাজপুর জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, রায়গঞ্জ ও ইসলামপুর জেলা পুলিশ সুপার সুমিত কুমার ও শচীন মক্কার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

মঙ্গলবার কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি কার্তিক পাল জানান, তারিখ এখনও চূড়ান্ত না হলেও মার্চ মাসের শুরুতে মুখ্যমন্ত্রীর কালিয়াগঞ্জে আসার কথা রয়েছে। প্রশাসনিক বৈঠক ও সভা করার কথা রয়েছে তাঁর। সেই কারণেই সভাস্থল পরিদর্শনে এসেছেন জেলা শাসক, পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।

প্রসঙ্গত, কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয় পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জে আসার কথা ঘোষণা করেছিলেন। তবে কবে আসবেন, সেই বিষয়ে তখন কোনও দিন ঘোষণা করেননি তিনি। প্রশাসন সূত্রে জানা গেছে, মার্চ মাসেই আসতে পারেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে প্রশাসনিক মহলের পাশাপাশি ব্যস্ততা শুরু হয়েছে দলীয় স্তরেও।

Related News

Back to top button