রাজ্য

কোচবিহারে নারায়ণী ব্যাটেলিয়ানের হেড কোয়ার্টার উদ্বোধন মুখ্যমন্ত্রীর

জলপাইগুড়ি সভা শেষ করে কোচবিহারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Bengal Live কোচবিহারঃ কোচবিহারে এসে নারায়ণী সেনার হেডকোয়ার্টারের উদ্বোধন করে রাজবংশী মানুষের মন পেতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি থেকে সভা শেষ করে কোচবিহার পৌঁছেই এদিন প্রথমে কোচবিহারের এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে এসে তিনি জানান, কোচবিহারে নারায়ণী ব্যাটেলিয়নের হেডকোয়ার্টার হবে মেখলিগঞ্জে। নকশালবাড়িতে গোর্খা ব্যাটেলিয়ানের হেড কোয়ার্টার হবে। ঝাড়্গ্রামে জঙ্গলমহল ব্যাটেলিয়ানের হেড কোয়ার্টার হবে৷

সরকারি উদ্বোধনের অনুষ্ঠান সেরেই এদিন কোচবিহার মদনমোহন মন্দিরে ও শিবযজ্ঞ মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যজ্ঞানুষ্ঠান দেখেন ও দীর্ঘক্ষণ সময় কাটান পুরোহিতদের সাথে। মন্দিরের সামনে রাস্তায় পায়ে হেঁটেও বেড়ান কিছুক্ষণ৷ এরপর তিনি যান মদনমোহন মন্দিরে৷ জানা গেছে, শিবযজ্ঞ মন্দিরের জন্য ১ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

আগামীকাল বুধবার কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।

Related News

Back to top button