রাজ্য

কলকাতার উদ্দেশ্যে উড়লেন মুখ্যমন্ত্রী, যাওয়ার আগে মালদা নেতৃত্বকে একজোট হওয়ার বার্তা

উত্তরবঙ্গ সফর শেষ করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন নেত্রী। যাওয়ার আগে ফের একজোট হয়ে লড়াই করার বার্তা দিলেন তিনি৷

 

Bengal Live মালদাঃ উত্তরবঙ্গ সফর শেষ করে হেলিকপ্টারে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পৌনে বারোটা নাগাদ মালদা ডিএসএ ময়দান থেকে হেলিকপ্টারে চেপে রওনা দেন তিনি। যাওয়ার আগে নেত্রী মালদা জেলা তৃণমূলকে একজোট হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করার বার্তা দিয়ে গিয়েছেন বলে দলীয় সূত্রে খবর।

বুধবার রায়গঞ্জে সভা শেষ করে হেলিকপ্টারে চেপে মালদায় পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা শহরের যুব আবাস সংলগ্ন ময়দানে তিনি কর্মী সভা শেষ করে রাত্রিযাপন করেন পুরাতন মালদার মহানন্দা ভবনে। বৃহস্পতিবার মহানন্দা ভবন থেকে তিনি সরাসরি পৌঁছান মালদা ডিএসএ ময়দানে। সেখানে মুখ্যমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সভানেত্রী মৌসুম নূর, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র, কো-অর্ডিনেটর দুলাল সরকার, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী চৈতালি সরকার সহ অন্যান্যরা।

মুখ্যমন্ত্রী ডিএসএ ময়দানে পৌঁছানোর আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। তৃণমূল নেতা-নেত্রীদের একজোট হয়ে কাজ করার বার্তা দিয়েছেন বলে জানান মৌসম নূর। তিনি বলেন, কর্মীরা উচ্ছ্বসিত। বিধানসভা নির্বাচনে সবকটি আসনে জয় লাভ করে নেত্রীকে উপহার দেওয়া হবে।

Related News

Back to top button