রাজ্য

করোনা সতর্কতায় ৩১ মার্চ পর্যন্ত সব স্কুল-কলেজ-ইউনিভার্সিটি ছুটি, ঘোষণা রাজ্যের

সোমবার থেকে রাজ্য জুড়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

Bengal Live ওয়েব ডেস্কঃ করোনা মোকাবিলায় সোমবার থেকে রাজ্য জুড়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে এদিন।

৩০ মার্চ ফের বৈঠকে বসবে রাজ্য সরকার। পরিস্থিতি বিবেচনা কর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে রাজ্য সরকার সূত্রে জানা গেছে।

করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চীনের পর এবার ভাইরাসের কেন্দ্রবিন্দু ইউরোপ। এখনও পর্যন্ত ভারতবর্ষে ৮৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। ইতিমধ্যে মৃত্যুও হয়েছে দুই জনের৷ এদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা প্রায় পাঁচ হাজার। আক্রান্তের সংখ্যা কয়েকলক্ষ। এমতবস্থায় করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্যের এই সিদ্ধান্ত বলে জানা গেছে। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে এই নির্দেশিকার আওতায় রাখা হয়নি বলে খবর।

Related News

Back to top button