রাজ্য

গণবিবাহের আসরে চা সুন্দরীর জন্য ৫০০ কোটির ঘোষণা মুখ্যমন্ত্রীর

চা সুন্দরী প্রকল্পে ৫০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা মুখ্যমন্ত্রীর। আদিবাসী শিল্পীদের সাথে নাচের তালে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Bengal Live আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতে গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়ে বন্ধ চা বাগান নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ফালাকাটার মিল রোড ময়দানে আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ৯০০ আদিবাসী তরুণীর গণবিবাহ সম্পন্ন হয়। নব দম্পতির হাতে উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী।

গণবিবাহের অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী চা-সুন্দরী প্রকল্পের উপভোক্তা চা শ্রমিকদের হাতে বাড়ি তুলে দেন। এদিন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার ১২ টি চা বাগানের ৪৬০০ -এর বেশি শ্রমিকের হাতে চা-সুন্দরী প্রকল্পের বাড়ি তুলে দেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, আগামী তিন বছরে পাহাড়, তরাই ও ডুয়ার্সের প্রতিটি চা বাগানকে চা সুন্দরী প্রকল্পের আওতায় আনা হবে। তিনি জানান, ৫০০ কোটি টাকা বাজেটে বরাদ্দ হয়েছে চা সুন্দরী প্রকল্পের জন্য। নিজের স্বল্প ভাষণের পর মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে নেমে নব দম্পতিদের আশীর্বাদ করেন এবং তাদের উপহার প্রদান করেন ‌।

এরপর আদিবাসী শিল্পীদের হাত ধরে নাচের তালে পা মেলান মুখ্যমন্ত্রী। প‍রবর্তীতে রাভা সম্প্রদায়ের মানুষের সাথেও নাচ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

Related News

Back to top button