রাজ্য

বাম-কংগ্রেসের চূড়ান্ত আসন বন্টন কবে ? জানালেন অধীর ও বিমান

বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। সব রাজনৈতিক দলের মধ্যেই শুরু হয়েছে চূড়ান্ত ব্যস্ততা। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে ঘাসফুল ও পদ্মফুল নিকেশ করতে এবার হাত ও কাস্তে বদ্ধপরিকর। শুরু হয়েছে আসন বন্টন নিয়ে আলোচনা।

 

Bengal Live ওয়েব ডেস্কঃ মাস কয়েক বাদেই রাজ্যে বিধান সভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। প্রধান যুযুধান তৃণমূল ও বিজেপির পাশাপাশি পিছিয়ে নেই বাম ও কংগ্রেসও। তৃণমূল ও বিজেপিকে রুখতে এবার বাম ও কংগ্রেস যে যৌথ শক্তি নিয়ে ঝাঁপাবে তা একরকম স্পষ্ট উভয় পক্ষের রাজ্য নেতাদের বিবৃতিতেই। যদিও আসন সমঝোতা এখনও চূড়ান্তভাবে হয়নি। তবে চলতি জানুয়ারি মাসের মধ্যেই আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলা হবে বলে রবিবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

আজ আসন ভাগাভাগি নিয়ে কলকাতায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন কংগ্রেস ও বামফ্রন্টের নেতারা। সেখানে বিস্তারিত ভাবে আসন বন্টন নিয়ে আলোচনা হয় উভয় পক্ষের মধ্যে। যদিও চূড়ান্ত কোনও নিস্পত্তি এখনও হয়নি। তবে আসন্ন বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট যে হচ্ছেই তা নিয়ে কোনও দ্বিমত নেই। আসন ভাগাভাগি নিয়ে রাজ্য পর্যায়ে এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক হল বাম ও কংগ্রেস নেতৃত্বের।

বৈঠক শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, “পশ্চিমবঙ্গে একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপি, অন্যদিকে স্বৈরাচারী শক্তি টিএমসি। উভয়কেই পরাস্ত করতে হলে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট হিসেবে বাম-কংগ্রেসকে এক হয়ে যৌথভাবে মোকাবিলা করতে হবে। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আজ এক বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হল। আরও আলোচনা হবে। উভয় পক্ষের মতামত বিনিময়ের মধ্য দিয়ে এই মাসের মধ্যেই আমরা আসন বন্টন নিয়ে আলোচনা সমাপ্ত করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবো।”

অন্যদিকে রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, “রাজ্যকে বাঁচাতে, রাজ্যের মানুষকে বাঁচাতে আমরা বাম-কংগ্রেস কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই-সংগ্রাম পরিচালনা করতে চাই। এই ব্যাপারে বাম ও কংগ্রেসের মধ্যে কোনও স্তরেই ভুল বোঝাবুঝি নেই। রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং রাজ্যকে সাম্প্রদায়িক হানাহানির হাত থেকে রক্ষা করতে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে আমরা যথোচিত নির্বাচনী লড়াই পরিচালনা করতে চাই। এ ব্যাপারে আলোচনা চলছে। আলোচনায় কোনও তিক্ততা নেই। এই মাসের মধ্যেই কংগ্রেসের সঙ্গে বিধানসভা ভিত্তিক আসন ভাগাভাগি চূড়ান্ত করে আমরা লড়াই শুরু করতে চাই।”

Related News

Back to top button