প্রার্থীর নামে দেওয়াল লিখন, বিতর্ক বালুরঘাটে

তালিকা প্রকাশের আগেই প্রার্থীর নামে দেওয়াল লিখন। বিতর্ক দক্ষিণ দিনাজপুরে।
Bengal Live বালুরঘাটঃ এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপি৷ তার আগেই শুরু প্রার্থীর নামে দেওয়াল লিখন। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল রাজনৈতিক মহলে। শুক্রবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে দু’টি এলাকায় বিজেপির দেওয়াল লিখনে প্রার্থী হিসেবে নীলাঞ্জন রায়ের নাম দেখা যাওয়াতেই শুরু হয় জোর চর্চা। এই নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এবিষয়ে বিজেপির শহর লোকাল সম্পাদক বাপি রায় জানান, এই বিষয়টা পুরোটাই তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। বিজেপি দলকে কলুষিত করতে রাতের অন্ধকারে নীলাঞ্জন রায়ের নামে দেওয়াল লিখন করেছে তৃণমূল সমর্থকরা।
অপরদিকে তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর সুভাষ চাকী জানিয়েছেন, ঘৃণ্য রাজনীতি টিএমসি দল করে না। বিষয়টা পুরোটাই বিজেপির। নিজেরাই নীলাঞ্জন এর নাম পোস্টারিং করে তৃণমূল কংগ্রেসের নামে দোষ চাপাচ্ছে।