রাজ্য

নোভেল করোনাঃ রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ল, আপাতত স্থগিত পুরসভা ভোট

নোভেল করোনা ভাইরাসের জেরে রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ল। আপাতত স্থগিত পুরসভা ভোট। ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন।

Bengal Live ওয়েব ডেস্কঃ ৩১ মার্চ পর্যন্ত নয়। করোনা আতঙ্কে সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক করার পর সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে সর্বদলীয় বৈঠকের পর সকল রাজনৈতিক দলগুলির আর্জি মেনে আপাতত পুরসভা ভোট স্থগিত রাখার কথা ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেস, বিজেপি ও বাম-কংগ্রেস সহ সকল রাজনৈতিক দলগুলির সাথে এদিন বৈঠক করার পর আপাতত পুর ভোট স্থগিত রাখার কথা সিদ্ধান্ত নিয়েছে করেন রাজ্য নির্বাচন কমিশন। ১৫দিন পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে কমিশন সূত্রে।

এদিকে করোনা মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল তৈরি করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও আইসিডিএস সেন্টার গুলিও আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ শিশুদের খাবার বাড়িতে পাঠানো হবে বলে জানান তিনি। এদিকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব সিনেমা হল গুলি বন্ধ রাখার জন্য অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। করোনা মোকাবিলায় যাঁরা কাজ করছেন এমন ১০ লক্ষ মানুষকে ৫ লক্ষ টাকার বিমা করবে রাজ্য সরকার বলে এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related News

Back to top button