রাজ্য

তৃণমূল কংগ্রেস ছাড়লেন দেবশ্রী রায়

শোভন-বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিজেপি ছাড়ার ২৪ ঘন্টার মধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে সম্পর্ক ছিন্ন করলেন দেবশ্রী রায়।

 

Bengal Live ডেস্কঃ তৃণমূল কংগ্রেস ছাড়লেন রায়দিঘির বিদায়ী বিধায়ক দেবশ্রী রায়। সোমবার সুব্রত বক্সীকে চিঠি দিয়ে দল ছাড়ার কথা জানান তিনি৷ তাঁকে দল ব্যবহার করেছে। কিন্তু সম্মান দেয় নি, দল থেকে সম্পর্ক ছিন্ন করার পর জানালেন দেবশ্রী চৌধুরী। এদিকে তৃণমূল কংগ্রেস ছাড়ার সাথে সাথেই দেবশ্রী রায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। তবে দেবশ্রী রায়ের দাবি, তিনি অভিনয়ের জগতে ফিরে যাবেন।

২০১১ সালে কান্তি গঙ্গোপাধ্যায়কে হারিয়ে বিধানসভায় গিয়েছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়। এরপর ২০১৬ সালেও ফের ওই কেন্দ্র থেকেই জয় লাভ করে ছিলেন দেবশ্রী রায়৷ তবে এলাকায় তাঁকে দেখা যায় নি বলে ক্ষোভ দেখা দেয় দলীয় কর্মী ও সাধারণ মানুষের মধ্যে। ২০২১ সালে ওই কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন না বলে দলকে জানান দেবশ্রী। এদিন দল ছাড়ার পর ক্ষোভ প্রকাশ করে দেবশ্রী রায় জানান, মানুষের জন্য কাজ করার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞ থাকবো। তবে দল যা বলেছে তাই করেছি। কিন্তু সম্মান পায়নি। অভিনয়ের জগতেই ফিরে যাবো৷ তবে সম্মানের সাথে কেউ ডাকলে ভেবে দেখবো।

Related News

Back to top button