রাজ্য

বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, ব্যাপক বৃষ্টির পূর্বাভাস

ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। সপ্তমী ও অষ্টমী জুড়ে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস।

মটন পোস্তঃ উপকরণ ও রন্ধন প্রণালী

Bengal Live ডেস্কঃ আগামী ২৪ ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে৷ আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সাগরদ্বীপ থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণে ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সপ্তমীর দুপুরের মধ্যেই সুন্দরবনের মধ্যে দিয়ে স্থলভাগে ঢুকে পড়বে।

নারকেল নাড়ুর স্বাদ বাড়ানোর রেসিপি

জানা গেছে, নিম্নচাপটি স্থলভাগে ঢোকার পর উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হবে। রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

Related News

Back to top button