রাজ্য

বিজেপিতে যোগ দিলেন বালুরঘাট পুরসভার বিদায়ী উপ পুরপতি

ভোটের মুখে বালুরঘাট ও কোচবিহারে বিরাট ভাঙন ঘাসফুল শিবিরে। একদিকে বিজেপিতে যোগ দিলেন বালুরঘাট পৌরসভার তৃণমূলের বিদায়ী ভাইস চেয়ারম্যান ব্রতময় সরকার। অন্যদিকে কোচবিহারে মালতী রাভার সমর্থনে দিলীপ ঘোষের সভামঞ্চে পদ্ম পতাকা তুলে নিলেন তৃণমূলের শতাধিক কর্মী-সমর্থক।

 

Bengal Live বালুরঘাটঃ ভোটের মুখে বালুরঘাট ও কোচবিহারে বিরাট ভাঙন ঘাসফুল শিবিরে। একদিকে বিজেপিতে যোগ দিলেন বালুরঘাট পৌরসভার তৃণমূলের বিদায়ী ভাইস চেয়ারম্যান ব্রতময় সরকার। অন্যদিকে কোচবিহারে মালতী রাভার সমর্থনে দিলীপ ঘোষের সভামঞ্চে পদ্ম পতাকা তুলে নিলেন তৃণমূলের শতাধিক কর্মী-সমর্থক।

বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের কোর্ট মোড় এলাকায় বিজেপির দলীয় জেলা কার্যালয়ে চলে এই যোগদান পর্ব। এদিন ব্রতময় সরকারকে উত্তরীয় পড়িয়ে দলে স্বাগত জানান বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। একইসঙ্গে বিজেপির দলীয় পতাকা ব্রতময় সরকার এর হাতে তুলে দেন তিনি। উল্লেখ্য, বুধবার গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন ইটাহারের দশ বছরের বছরের বিধায়ক অমল আচার্য।

বিজেপিতে যোগদানের পর ব্রতময় সরকার বলেন, আমরা দেখেছি বিগত ৪৪ বছরে পশ্চিমবঙ্গে যে সরকারই থাকুক, বারবার কেন্দ্র সরকারের বিরোধিতা করতে গিয়ে বাংলার উন্নয়ন থমকে গিয়েছে। সেই কারণে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়ে বিজেপিতে যোগদান করেছেন। একইসঙ্গে তৃণমূল সম্পর্কে তার বক্তব্য- দল ঠিক মত চলছে না। অপরদিকে তৃণমূল ছেড়ে এদিন ব্রতময় সরকার এর বিজেপিতে যোগদান প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, এর ফলে বালুরঘাট শহর সহ বালুরঘাট বিধানসভায় বিজেপির শক্তি বৃদ্ধি হল।

Related News

Back to top button