রাজ্য

এ যুগের ‘অগ্নিশ্বর’ ! বিনা পয়সার ডাক্তার পয়োধি ধর যেন গরিবের ভগবান

বীরভূমের সেই এক টাকার ডাক্তারের গল্প শুনেছেন সকলেই। উড়িষ্যার চিকিৎসক দম্পতিও উঠে এসেছেন সংবাদ শিরোনামে। সেই তালিকায় নতুন সংযোজন বালুরঘাটের ডাঃ পয়োধি ধর। সমাজ কি বদলাচ্ছে ? বদলাচ্ছে মানুষের মন ? বদলাক। এ পথেই আসুক পরিবর্তন।

 

Bengal Live বালুরঘাটঃ হতদরিদ্র মানুষদের চিকিৎসা পরিষেবায় যেন এক নতুন যুগের সূচনা। দিনের পর দিন শিবির গড়ে বিনা পয়সায় গরিবদের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন দক্ষিণ দিনাজপুরের তরুণ চিকিৎসক পয়োধি ধর। কেউ কেউ বলেন, তিনি এ যুগের “অগ্নিশ্বর”। আর যাঁরা চিকিৎসা পেয়ে উপকৃত হন, তাঁরা বলেন, ডাঃ পয়োধি গরিবের ঈশ্বর।

করোনা কেড়েছে কাজ, ফুটপাতে ফাস্টফুড বেচে পেট চালাচ্ছেন ভূগোলে স্নাতক কল্যাণী

ছোট থেকেই ডাঃ পয়োধি বিশ্বাস করেন, “মানুষ মানুষের জন্যে”। সেই মানবতার ডাকে সাড়া দিয়েই নিজের স্বাচ্ছন্দ্য পূর্ণ জীবন ছেড়ে বালুরঘাটের এই কৃতী সন্তান জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন। বালুরঘাট শহরের সাহেবকাছাড়ি এলাকায় তেমনই একটি শিবিরে দেখা গেল এই চিকিৎসককে। ভিড় করে আসা রোগীদের কেউ পেটের অসুখে ভুগছেন, তো কেউ হৃদযন্ত্রের সমস্যায়। এঁদের প্রায় সকলেই হতদরিদ্র পরিবারের মানুষ। অক্লান্ত শ্রমে তাঁদেরই চিকিৎসা করে হাসিমুখে বাড়ি পাঠানোর দায়িত্ব একমনে সামলে যাচ্ছেন “গরিবের ভগবান” পয়োধি ধর।

বালুরঘাটেই ডাক্তারবাবুর তিনপুরুষের বাস। বাবা প্রদীপ কুমার ধর শহরের একজন প্রতিষ্ঠিত চিকিৎসক। মা সুরঞ্জনা ধর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। পয়োধিবাবুর স্ত্রী সঞ্চারী ধরও একজন স্বনামধন্য চিকিৎসক। চিকিৎসক স্বামীর সুরে সুর মিলিয়েছেন তিনিও। ডাঃ পয়োধির বিনা পয়সার চিকিৎসা শিবিরে যথাযোগ্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন ডাঃ সঞ্চারী ধরও। তাঁদের চিকিৎসায় প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন বহু মানুষ। খবর যত ছড়াচ্ছে, শিবিরে রোগীর ভিড়ও তত বাড়ছে।

মাধ্যমিকে ভাল ফল করার পর সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, জীবনে কী হতে চাও ? পয়োধির উত্তর ছিল, “বাবা যেমন ডাক্তার হয়ে বালুরঘাটে ফিরে এসে এখানকার মানুষকে স্বল্প মুল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, আমিও সেরকম করতে চাই।” আজ নিজের ইচ্ছে মতো সেই ইচ্ছে পূরণ করছেন ডাঃ পয়োধি ধর।

স্রেফ দাঁত দিয়ে মিনিটে পাঁচটা নারকেল ছুলে বিশ্বজয়ের পথে বিশ্বজিৎ

মাত্র ১ টাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে মানবসেবার স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী পেয়েছেন বীরভূমের ‘এক টাকার ডাক্তার’ সুশোভন বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি, উড়িষ্যায় এক টাকা ভিজিট নিয়ে গরিব মানুষদের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন সেখানকার মেডিক্যাল কলেজের এক চিকিৎসক দম্পতি সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছেন। তালিকায় নতুন সংযোজন বালুরঘাটের তরুণ চিকিৎসক ডাঃ পয়োধি ধর।

Related News

Back to top button