রাজ্য

দুর্ঘটনায় মৃত্যু বুনো হাতির, গ্রেপ্তার ঘাতক ট্রাকের চালক

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হাতির। শোকের ছায়া পশুপ্রেমী ও বন দপ্তরের কর্মীদের মধ্যে। গ্রেপ্তার দুই।

 

Bengal Live আলিপুরদুয়ারঃ লরির ধাক্কায় হাতির মৃত্যু ঘটল আলিপুরদুয়ারে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে দশ’টা নাগাদ মাদারিহাট জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া এশিয়ান হাইওয়ের উপর। জানা গিয়েছে, জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে সড়ক পার হবার সময় দ্রুত গতিতে আসা শিলিগুড়িগামী একটি লরি বুনো মাখনা হাতিকে ধাক্কা মারে।

ঘটনাস্থলেই জখম হাতির চিকিৎসা শুরু করে বন দপ্তর। মঙ্গলবার সকাল ছয়টা চল্লিশ মিনিট নাগাদ হাতিটির মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক লরিটিকে ময়নাগুড়ির কাছে ঝাঝাঙ্গি এলাকা থেকে আটক করে নিয়ে আসে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। লরির চালক সহ মোট দুই জনকে গ্রেপ্তার করেছে বনদপ্তর।

জলদাপাড়া জাতীয় উদ্যান সূত্রে জানা গিয়েছে, মৃত হাতির বয়স ১৪ থেকে ১৫ বছর। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও কুমার বিমল বলেন, “আমরা ঘাতক লরিটিকে আটক করেছি। লরির চালক ও খালাসি দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে জখম হাতিটির চিকিৎসা শুরু হয়। মঙ্গলবার সকালে হাতিটির মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

Related News

Back to top button