রাজ্য

শুরু হলো বাংলাদেশে বোল্ডার রপ্তানি

লকডাউনের শেষে ফের শুরু বাংলাদেশে বোল্ডার রপ্তানি। রোজ ১০০টি ট্রাককে বোল্ডার রপ্তানি করার অনুমতি দিয়েছে প্রশাসন।

Bengal Live শিলিগুড়িঃ প্রায় ৮০ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে ভারতের ফুলবাড়ি সীমান্ত চেকপোস্ট দিয়ে শুরু হলো বাংলাদেশে বোল্ডার রপ্তানি। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনেই এদিন থেকে বোল্ডার রপ্তানি শুরু হয়েছে প্রশাসন সূত্রে খবর৷ রপ্তানি বানিজ্য শুরু হলেও এদিন থেকে আমদানি বানিজ্য শুরু হয়নি। লকডাউনের পর এদিন থেকে বোল্ডার রপ্তানি শুরু হওয়ার খুশির হাওয়া ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে।

আরও পড়ুনঃ শিলিগুড়ির বিভিন্ন বাজার পরিদর্শন জেলাশাসকের

জানা গেছে, বোল্ডার বোঝাই ট্রাক ও চালকের স্বাস্থ্যবিধি পরীক্ষার পরেই সীমান্তের ওপারে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এরপর সীমানা পার করলে বিশেষ কোনও প্রয়োজন ছাড়া ট্রাক চালকদের নামতে দেওয়া হবে না৷ শুকনো খাবার চালকদের সাথে রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ এদিকে বোল্ডার লোডিং আনলোডিং-এর সময় সমস্ত রকম স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ভুটান ও ভারত মিলে রোজ আপাতত ১০০টি ট্রাককে বোল্ডার রপ্তানি করার অনুমতি দিয়েছে প্রশাসন।

Related News

Back to top button