নিষিদ্ধ মাদক কারবারি বাবা ও মেয়ে ধৃত
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ৯০০ গ্রাম ব্রাউন সুগারের আনুমানিক মূল্য ৯০ লক্ষ থেকে ১ কোটি টাকা।
Bengal Live শিলিগুড়িঃ নিষিদ্ধ মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল বাবা ও মেয়ে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শিবমন্দির এলাকায়। ধৃতদের নাম অলকা বেগম ও মহেশ মালি। দুজন সম্পর্কে বাবা ও মেয়ে।
অভিযোগ, অলকা বেগম বহুদিন ধরেই মাদক কারবারের সঙ্গে যুক্ত। এর আগেও একবার গাঁজা পাচার করতে গিয়ে ধরা পরে সে। যদিও তারপরেও কারবার বন্ধ করেনি অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদ থেকে ব্রাউন সুগার নিয়ে এসে তা শিলিগুড়িতে পৌঁছে দিত বাবা ও মেয়ে।
বহুদিন থেকে পুলিশের নজর ছিল এদের ওপর। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে শিবমন্দির এলাকা থেকে ৯০০ গ্রাম বাউন সুগার সহ দুইজনকে গ্রেপ্তার করে মাটিগারা থানার পুলিশ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এসিপি চিন্ময় মিত্তল বলেন, গত কয়েক মাসে মাটিগাড়া থানা এলাকায় প্রায় ৯-১০ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। ধরাও পড়েছে কারবারিরা।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ৯০০ গ্রাম ব্রাউন সুগারের আনুমানিক মূল্য ৯০ লক্ষ থেকে ১ কোটি টাকা।