রাজ্য

ছেলের হাতে খুন বাবা

মদ্যপ ছেলের অত্যাচারে অতিষ্ঠ পরিবার। বিবাদ উঠল চরমে। ধারালো অস্ত্রের আঘাতে ছেলের হাতে খুন বাবা। উত্তেজনা কোচবিহারে। তদন্তে পুলিশ৷

 

Bengal Live কোচবিহারঃ মদ্যপান করে বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। মাথায় কোপ মারার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। বৃদ্ধকে বাঁচাতে এলে যুবকের মাও জখম হয়েছেন। হাতে কোপ লেগেছে তাঁর। ঘটনা জানাজানি হতেই উত্তেজিত জনতা চড়াও হয় অভিযুক্ত যুবকের উপর৷ মারধর করেন গ্রামবাসীরা। আহত হয়েছেন অভিযুক্ত যুবক। আহত যুবক ও তার মা নার্সিংহোমে চিকিৎসাধীন। কোচবিহারের পুন্ডিবাড়ি থানার উত্তর খাগড়াবাড়ি এলাকার ঘটনা। পুলিশ মৃত বাবা রুপকুনি দেবের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে৷ অভিযুক্ত শম্ভু দেব নামে মদ্যপ যুবককে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

জানা গেছে, মদ্যপ অবস্থায় প্রায় দিনই অশান্তি করত ওই যুবক। মারধর করার পাশাপাশি চরম গালিগালাজ করার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে৷ এদিনও বাড়িতে অশান্তি চরমে ওঠে। ধারালো অস্ত্র হাতে বৃদ্ধ বাবার উপর চড়াও হয় যুবক। মাথায় আঘাত লেগে বৃদ্ধ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরে। চিৎকারে বৃদ্ধা মা ছুটে এলে তার দুই হাতে কোপ লাগে৷ বাড়ির দাদা বৌদিও জখম হন অভিযুক্তের হামলায়। পরে প্রতিবেশীরা ছুটে এসে যুবককে মেরে তার হাতের অস্ত্র ফেলে দেয়৷ পুন্ডিবাড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে৷

Related News

Back to top button