রাজ্য

সুজাপুর বিস্ফোরণ কান্ডে মৃত বেড়ে ৬,আসছে ফরেনসিক দল

বিস্ফোরণের পরেই পাঁচজনের মৃত্যু হয় বৃহস্পতিবার। তার মধ্যে চারজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই৷ এদিন জখম আরও একজনের মৃত্যু হয়েছে।

ঘরের ভেতর কুন্ডলী পাকিয়ে ১৩ ফুট লম্বা কিং কোবরা !

Bengal Live মালদাঃ প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় প্লাস্টিক কারখানার এক মালিক আবু সায়েদ খানকে(৫০) স্থানান্তর করা হয় কলকাতায়। জানা গিয়েছে, কলকাতা নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। বৃহস্পতিবার দিনই এই ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছিল।

ব্রাউন সুগার সহ রায়গঞ্জ ফরেস্ট এলাকা থেকে গ্রেপ্তার তিন

অন্যদিকে শুক্রবার সকালে বিস্ফোরণস্থল পরিদর্শনে যান ডিভিশনাল কমিশনার সৈয়দ আহমেদ বাবা শেখ। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন জেলাশাসক রাজর্ষি মিত্র। জানা গিয়েছে, ঘটনার তদন্ত করতে ফরেনসিক দল শুক্রবার বিকেলে পৌঁছোবে ঘটনাস্থলে। ইতিমধ্যেই বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ৷

সুজাপুরে বিস্ফোরণ, হেলিকপ্টারে উড়ে এলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

এদিকে কংগ্রেস বিধায়করা ঘটনাস্থলে গিয়ে মৃতের পরিবার এবং আহতদের কর্মসংস্থানের দাবি তোলেন। উপস্থিত ছিলেন, সুজাপুর বিধানসভার বিধায়ক ইশাখান চৌধুরী, বিধায়ক মোস্তাক আলম, আসিফ মেহেবুব, মোস্তাকিন আলম সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।
তারা ক্ষতিপূরণের অর্থ বাড়ানোর দাবিও তুলেছেন এদিন।

Related News

Back to top button