রাজ্য

সুজাপুরে বিস্ফোরণ স্থলে ফরেনসিক দল

বিস্ফোরণস্থলে দুই সদস্যের ফরেনসিক দল। নমুনা সংগ্রহ করলেন তাঁরা। এদিন আরও একবার যাওয়ার কথা রয়েছে ফরেনসিক দলের৷

 

 

Bengal Live মালদাঃ শুক্রবার গভীর রাতে সুজাপুরে প্লাস্টিক কারখানার বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করলেন ফরেনসিক দলের সদস্যরা। মানুষের ভিড় এড়াতে শুক্রবার গভীর রাতে কলকাতা থেকে আগত দুই সদস্যের ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। তবে বোমা বিস্ফোরণ না প্লাস্টিক গলানোর মেশিন ফেটে বিস্ফোরণ, তা নিয়ে ফরেনসিক দলের আধিকারিকরা কোনও মন্তব্য করেননি।

বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে সুজাপুর এলাকা। প্লাস্টিক কারখানার মেশিন ফেটে মৃত্যু হয় ৬ জনের। চিকিৎসাধীন ৪ জন শ্রমিক। এদের মধ্যে ৩ জন মহিলাও রয়েছেন। বিস্ফোরণের পর লাল ফিতে দিয়ে ঘিরে ফেলা হয় ঘটনাস্থল। তদন্তে নামে পুলিশ। পুলিশ সুপার অলক রাজোরিয়া সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার খবর পেয়ে কলকাতা থেকে হেলিকপ্টারে চেপে মালদায় এসে মৃত এবং আহতদের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের আর্থিক চেক তুলে দেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিভিশনাল কমিশনার সৈয়দ আহমেদ বাবা শেখ, জেলাশাসক রাজর্ষি মিত্র,সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানোসহ অন্যান্য আধিকারিকরা।

Related News

Back to top button