মুখ্যমন্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য, অনুপম হাজরার বিরুদ্ধে এফআইআর
বিজেপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীকে নিয়ে। শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল উদবাস্তু সেল।
বিছানা থেকে নামতেই চোখে অন্ধকার, মাথায় চক্কর, কী করবেন ?
Bengal Live শিলিগুড়িঃ রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিজেপি নেতার বেফাঁস মন্তব্য। শিলিগুড়ি থানায় বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূলের উদবাস্তু সেল। সোমবার সকালে শিলিগুড়ি থানায় এসে অভিযোগ জানান উদবাস্তু সেলের শিলিগুড়ি টাউন কমিটির পক্ষ সদস্যরা। এদিকে বিজেপি নেতার বেফাঁস মন্তব্যকে নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে নিন্দায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আইন অনুযায়ী অনুপম হাজরার শাস্তির দাবিতেও সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব।
ইলিশের অনেক পদই তো রেঁধেছেন, ঢাকাই ভুনা ইলিশ খেয়েছেন ? শিখে নিন রান্না
প্রসঙ্গত, রবিবার বারুইপুরে বিজেপির দলীয় কর্মসূচি মতে যোগ দিতে গিয়েছিলেন বিজেপির সদ্য দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। কর্মসূচিতে উপস্থিত বহু মানুষকেই সেখানে মাস্ক পড়তে দেখা যায়নি৷ এমনকি বিজেপি নেতার মুখেও মাস্ক ছিল না। এরপরেই কোভিড-১৯ বিধিনিষেধ না মানা নিয়ে বিজেপি নেতাকে প্রশ্ন করা হলে, তাঁর উত্তর, “আমার করোনা হলে ঠিক করে নিয়েছি প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব।” বিজেপি নেতার এমন মন্তব্যের পর থেকেই সমালোচনা শুরু হয় রাজ্য জুড়ে৷ রাজ্যের প্রশাসনিক প্রধানকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য অনুপম হাজরাকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে উদবাস্তু সেলের পক্ষ থেকে।