রাজ্য

পাহাড়ে পা রেখেই শক্তি পরখ করবেন বিমল গুরুং, ৬ ডিসেম্বর জনসভা

সাড়ে তিন বছর পর দার্জিলিঙের মাটিতে পা রাখবেন বিমল গুরুং। ৬ ডিসেম্বর ইন্দিরা গান্ধী ময়দানে জনসভার আয়োজন।

 

Bengal Live শিলিগুড়িঃ প্রায় সাড়ে তিন বছর পর উত্তরবঙ্গে ফিরছেন গোর্খা নেতা বিমল গুরুং। ফিরেই শিলিগুড়িতে জনসভার আয়োজন বিমলের৷ শক্তি প্রদর্শনের এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিমল গুরুং নিজেই। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে জনসভার কথা জানিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিশাল ছেত্রী।

বিজেপির সঙ্গ ছেড়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন বিমল গুরুং। ফলে বিধানসভা ভোটের আগে পাহাড়ের রাজনীতিতে নয়া মোড় নিয়েছে। এতদিন পাহাড় বিজেপিকেই সমর্থন দিয়ে এসেছিল। ফলে লোকসভা ভোটে লাগাতার জয় পেয়েছে বিজেপি। কিন্তু চলতি বছরে পটপরিবর্তন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিমল গুরুং-এর পাহাড় ছাড়ার পর থেকেই দার্জিলিঙের রাজনৈতিক চিত্র পালটাতে শুরু করেছিল। বিনয় তামাং গোষ্ঠী তৃণমূলের সাথে হাত মেলানোতে কিছুটা হলেও ক্ষতি হয়েছে বিজেপির। এবার বিমল গুরুংও সরাসরি তৃণমূল কংগ্রেসকেই সমর্থন জানিয়েছেন। ফলে ক্ষমতা দখলে বিজেপি, নাকি তৃণমূল এগিয়ে থাকে, তা এখন সময়ই বলবে।

এদিন গোর্খা নেতা বিশাল ছেত্রী বলেন, শিলিগুড়িতে ফিরেই আগামী ৬ ডিসেম্বর জনসভায় বক্তব্য রাখবেন বিমল গুরুং। আগামী কিছুদিন শিলিগুড়িতেই থাকবেন তিনি। সভায় দেড় লক্ষ মোর্চা সমর্থকের আগমন হওয়ার কথা জানিয়েছেন বিশাল ছেত্রী।

Related News

Back to top button