রাজ্য

জামার গোপন পকেটে ১৫০টি সোনার বিস্কুট, বাসেই হাতেনাতে ধরা পড়ল দুইজন

বিপুল পরিমাণ সোনা উদ্ধার। চোরাই পথে বিদেশ থেকে সোনা পাচার করা হচ্ছিল বলে খবর। উদ্ধার হয়েছে ১৫০টি সোনার বিস্কুট।

 

Bengal Live শিলিগুড়িঃ জামার মধ্যেই ছিল লুকোনো পকেট। আর সেই পকেট ভর্তি করেই সোনা পাচার করার ছক কষেছিল দুই পাচারকারী৷ তবে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকদের তৎপরতায় পাচারের আগেই উদ্ধার হল মায়ানমার থেকে চোরাই পথে নিয়ে আসা সোনা।

ডিআরআই সূত্রে জানা গেছে, মায়ানমার থেকে মণিপুর হয়ে দিল্লির উদ্দেশ্যে ওই সোনার বিস্কুটগুলি নিয়ে যাচ্ছিল ধৃত পাচারকারী ঋষিকেশ গৌরভ ও অক্ষয় সিরকান্ড। তবে কোচবিহার থেকে শিলিগুড়ি বাসে আসার পথেই গোয়েন্দাদের নজরে পড়ে যায় ওই দুই পাচারকারী। জানা গেছে, ধৃত দুই পাচারকারীর জামার গোপন পকেট থেকে এক এক করে দেড়শোটি সোনার বিস্কুট উদ্ধার করেছেন গোয়েন্দারা। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ কোটি ৫৬ লক্ষ ৮৫ হাজার টাকা। শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।

Related News

Back to top button